শ্যামনগরে সিসিডিবি পক্ষ কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক:জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে বনবিবিতলা গ্রামে ২০ জন কৃষক পরিবারের মাঝে ১দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বনবিবিতলা গ্রামে ২০ জন কৃষকের অংশগ্রহণে, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্প ফেইজ-২, শ্যামনগর, এর বাস্তবায়নে, সিসিডিবি প্রকল্প অফিসের কনফারেন্স রুমে ( ৬ই ফেব্রুয়ারি) তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায়, উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামনগর এর সহযোগীতায় উক্ত বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনবিবি তলা সিসিআরসির কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান , সিসিডিবি সংস্থার উপজেলা সমন্বয়কারী মিস্টার সুজন বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা মিস ন্যান্সি বিশ্বাস , মাঠ সংগঠক জগদীশ সরদার, থার্ম্যান মিস দিল আফরোজ, অখিল মন্ডল। প্রশিক্ষণ শেষে বীজ সংরক্ষণের পাত্র হিসেবে ১২০ কেজির ধান রাখার জন্য প্লাস্টিক ড্রাম ১ টি সবজির বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিকের কৌটা ৬ টি ২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মহোদয় বীজ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কৃষকদের মাঝে তুলে ধরেন। এবং বীজ কিভাবে সংরক্ষণ করতে এ বিষয়ে তাদেরকে ধারণা প্রদান করেন।
