স্বেচ্ছাশ্রমে নির্মিত সাতক্ষীরার সর্ববৃহৎ আহলে হাদীস জামে মসজিদের ২য় তলার ছাদ ঢালাই উদ্বোধন
মসজিদটি সাতক্ষীরার সর্ববৃহৎ আহলে হাদীস জামে মসজিদ
এসএম আশরাফুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বকচরা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের ২য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ১৯২০ সালে স্থাপিত এ মসজিদটি ২০২২ সালে পুননির্মাণ কাজ শুরু হয়। মসজিদের মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবং স্বেচ্ছাশ্রমে দুইতলা এই মসজিদটি নির্মিত হচ্ছে। নির্মাণ কাজে মসজিদের মুসল্লী, গ্রামের যুবক, বৃদ্ধ, শিশুসহ গ্রামের নির্মাণ শ্রমিকরা দীর্ঘ তিন বছর ধরে এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সমাজসেবকদের অনুদান, বকচরা গ্রামের নারী-পুরুষ, বৃদ্ধ, শিশু সকলের গচ্ছিত অর্থ দানসহ স্বপ্রণোদিত সহযোগিতায় এ পর্যন্ত আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। শুক্রবার সকালে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নম্বর আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার সভাপতি মাওলানা আব্দুল মান্নান, জমঈয়তে আহলেহাদীস বাংলাদেশ সাতক্ষীরা জেলার সভাপতি জনাব ওবায়দুল্লাহ গজনফর, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর, ১০ নম্বর আগরদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজনুর রহমান মালী, জেলা জজ আদালতের আইনজীবী এ্যাডভোকেট হাসানউল্লাহ ও এ্যাডভোকেট জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক শামীম পারভেজ, বকচরা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল গাজী, সাধারণ সম্পাদক এসএম হাসানুল বান্না, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য মোছাফুর জামান মুকুল, সমাজসেবক সরদার আমির হোসেন, সাবেক সেনাসদস্য আবুল কালাম, সাব কন্ট্রাক্টর মাজহারুল ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, এসএম হাফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, সরদার তৈয়েব আলী, শাহাদাত হোসেন, মাছুম বিল্লাহ, সরদার মহসিন, ইয়াছিন আলী, দিরাজ গাজী, রাশেদুল ইসলাম, সরদার মজনুর রহমান, শাহিন মালী, আব্বাস সরদার, আরিফুজ্জামান আলিফ, অমি, সামিউল ইসলাম, আব্দুল করিম, জাকাত হোসেনসহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বকচরা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদটি সাতক্ষীরা জেলার মধ্যে সর্ববৃহৎ আহলে হাদীস জামে মসজিদ। মসজিদের দ্বিতীয় তলায় মহিলাদের নামাজের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে পরিচ্ছন্ন ওযুখানা ও প্রশস্ত ঈদগাহ ময়দান।
