দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
তাহেরা ফেরদৌস ১ জানুয়ারি ২০২৫ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত
সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তাহেরা ফেরদৌসের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা থেকে প্রাপ্ত স্মারক নং ৩৮.০১,৮৭০০,০০০,০৪.০০৪.২৫-২২১৯ অনুযায়ী, তাহেরা ফেরদৌস ১ জানুয়ারি ২০২৫ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, তার অনুপস্থিতির ফলে বিদ্যালয়ের শিশুদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানিয়েছেন, তাহেরা ফেরদৌসকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। একই সাথে তিনি লিখিতভাবে জানাতে পারবেন, ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কি না। অভিযোগের কপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞাতার্থে পাঠানো হয়েছে।
