শিক্ষক নিবন্ধন বিধিমালায় বড় পরিবর্তন
১৯তম নিবন্ধন থেকেই কার্যকর হবে নতুন বিধি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নিয়মে আসছে বড় পরিবর্তন। শিক্ষক নিবন্ধন বিধিমালায় ‘কাম্য শিক্ষাগত যোগ্যতা’ বিষয়ে আমূল সংস্কার করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন বিধি ১৯তম শিক্ষক নিবন্ধন থেকেই কার্যকর হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এতদিন সাধারণ ধারার নিবন্ধনধারীরা মাদ্রাসা বা কারিগরি প্রতিষ্ঠানে আবেদন করতে পারতেন না। কারণ শিক্ষাগত যোগ্যতা বা বিষয়গত মিল থাকত না। নতুন নিয়মে বিষয়ভিত্তিক মিল থাকলেই প্রার্থীরা যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন।

এক কর্মকর্তা জানান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষাগত যোগ্যতা আলাদা থাকায় গত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় পাঁচ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ১৯তম নিবন্ধনে এমন সমস্যা এড়াতেই বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ৪০টি বিষয়ের জন্য তিনটি অধিদপ্তরে (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি) ভিন্ন ভিন্ন যোগ্যতা নির্ধারিত। নতুন নিয়মে এসব যোগ্যতা এক করা হলে নিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং অনেক প্রার্থী সুযোগ পাবেন।
এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর যুক্ত করার প্রস্তাবও উঠেছে।
অন্যদিকে, ১৯তম নিবন্ধন থেকে পরীক্ষকদের সম্মানীও বাড়ানো হচ্ছে। এবারের এমসিকিউ পরীক্ষা হবে ২০০ নম্বরের, ফলে প্রশ্নকারকদের কাজের পরিমাণ বাড়ায় সম্মানী বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনটিআরসিএ জানিয়েছে।
