সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের বিদায় অনুষ্ঠান

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পানি উন্নয়ন বোর্ডের এসডি বাধন এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড–২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের বড় বাবু শাহিনুর রহমান, শরিফুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এসও ও কর্মচারীবৃন্দ।

বিস্তারিত জানতে ক্লিক করুন

বিদায়ী নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আবেগভরে বলেন,

“সততা ও নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে জানামতে কাউকে কোনোভাবে কষ্ট দিইনি। সাতক্ষীরার মানুষ অত্যন্ত ভদ্র ও আন্তরিক—তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, আমার পর যিনি এই দায়িত্ব নেবেন, তিনিও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,

“সাতক্ষীরার মানুষের জন্য সবসময় সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি এখানকার মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের দোয়া নিয়েই বিদায় নিচ্ছি।”

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ