বন্ধুত্বের মানে

কনক কুমার প্রামানিক

কনক কুমার প্রামানিক
বন্ধু মানে মুক্ত আকাশ
বাঁধনহারা প্রাণ,
বন্ধু মানে এক সুতোয়
বাঁধা দুটি প্রাণ।

বন্ধু মানে মনের মিলন
দুই দেহ এক মন,
বন্ধু মানে হাতে হাতে
কাটানো প্রতি ক্ষণ।

বিস্তারিত জানতে ক্লিক করুন

বন্ধু মানে সবুজ বনানী
এক চিত্ত মন,
বন্ধু মানে আস্থার প্রতীক
বড় অমূল্য ধন।

বন্ধু মানে দয়ার আঁধার
মায়ায় পূর্ণ প্রাণ,
বন্ধু মানে স্রষ্টার থেকে
অনেক বড় দান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ