টিনের চালে পায়রা জুটি
বাকুম বাকুম ডাকে
শালিক জোড়া গল্প করে
গাছের শাখে শাখে।
পায়রা জুটি শালিক জোড়া
গল্প করে রোজ
এদিক ওদিক ঘুরেফিরে
একসাথে হয় ভোজ।
অভিমানে পায়রা মেয়ে
চুপটি করে রয়
পায়রা জুটি’র কান্ড যেন
নিষ্পাপ মায়াময়।
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ