জন্মেছি এই দেশে

শাকেরা বেগম শিমু

সোনার ধানে ভরা জমি

শাকেরা বেগম শিমু

জন্মেছি এই দেশে এদেশ আমার জন্মভূমি,
জন্মেছি মাগো তোমারই কোলেতে, জীবন-মরণ তুমি।
জন্ম দিলে তুমি মাগো, আশ্রয় দিলো দেশ,
দেশ ও তোমায় নিয়ে আমার গর্বের নেই শেষ।
তুমি আর দেশ জীবনে মরণে,
বেহেশ্ত আমার তোমার চরণে,
তোমার চরণে ঠাঁই পেয়ে মাগো ধন্য হলাম আমি,
জন্মেছি মাগো তোমারই কোলেতে জীবন-মরণ তুমি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ