উদ্বাস্তু হাওয়ারা এসে, বলে আকাশের কানে কানে
শীতের চপলতা দখিনা শীতল মলয় ভাসে গুঞ্জনে
পথশিশুদের হিরহির কাঁপুনি মিলে যায় নির্মমতায়
বরফজমা হিম জলে পানকৌড়ির উদোম উড়াউড়ি।
চোখ ধাঁধানো সর্ষে ক্ষেতে ভ্রমরের গুনগুন সঙ্গীত
হলুদ মাখানো গাঁদার পল্লব মাথা দোলায় আনমনে
আকাশের বুক চিরে বিপ্লবী দিবাকর শান্ত উঁকি দেয়
কুয়াশার চাদরে ঢাকে চারপাশ, ধবল হয় দূর্বারঘাস।
রুদ্ধদ্বারে কুয়াশা মাড়িয়ে ছোটে নিশাচর মোটরযান
অবাঞ্ছিত খড়কুটোর অনলে তাপ নেয় বয়োঃবৃদ্ধ
সাঁঝ-সকালে ধরায় ঝড়ে হিমেের অসহ্য ফল্গুধারা
শীতার্ত হাতগুলো চায় একটুখানি মায়ার উষ্ণ পরশ।

