হেমন্তের রূপবৈচিত্র্য

জহিরুল হক বিদ্যুৎ

জহিরুল হক বিদ্যুৎ

হেমন্তেরই মিষ্টি বাতাস শিশির ভেজা ঘাস,
ধানের ক্ষেতে সোনা রঙে মন ভরা উচ্ছ্বাস।
খেজুর গাছে মাটির হাঁড়ি মধুর রসের টান,
ঘরে ঘরে মায়ের হাতের মিষ্টি পিঠার ঘ্রাণ।
আকাশেতে মেঘের ভেলা মিষ্টি রোদের হাসি,
প্রকৃতির এই রূপ মাধুরী দেখতে ভালোবাসি।
ধানের ক্ষেতে মুক্তো ঝরে শিষে লাগে হাওয়া,
নবান্নেরই উৎসব ঘিরেই কুটুম বাড়ি যাওয়া।
আকাশ জুড়ে তারা হাসে চাঁদও হাসে সাথে,
শীতের আমেজ লাগে গায়ে হেমন্তেরই রাতে।
ঝোপঝাড়ে জোনাকিদের আলো-ছায়া খেলা,
নদীর বুকে জল-জোছনার কী অপূর্ব মেলা!
ধূম কুয়াশার চাদর গায়ে সূর্য ওঠবে ভোরে,
খালি পায়ে ভেজা ঘাসে হাঁটবো ঘুরে ফিরে।
হেমন্তেরই রূপ মাধুরী মন কেড়ে নেয় ভারি,
সু-স্বাগতম হেমন্তকাল আইসো বন্ধুর বাড়ি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ