মাঘের শীতে

কনক কুমার প্রামানিক

মাঘ মাসের বেজায় শীতে থরথর বাঘ কাঁপে
চুপটি করেই থাকে ওরা,পার হয়নাকো লাফে।
পথের শিশু উদোম গায়ে কেঁপে যায় থরথর
পুব আকাশে তরুণ রবি ছাড়েনা নিজের ঘর।

বরফ শীতল হিম জলে বকেদের আনাগোনা
অপরুপ এ বাংলার রুপে মন হয় আনমনা।
শীত নেইকো পানকৌড়ির অবিরাম দেয় ডুব
মধুর খোঁজে সর্ষের ক্ষেতে মৌমাছি আকুল খুব।

বিস্তারিত জানতে ক্লিক করুন

খড়কুটোতে আগুন জ্বেলে তাপ নেয় বৃদ্ধ লোক
মুখ থেকে ধোঁয়া ছুটে যায় বেরুয় শীতের স্লোক।
পিঠাপুলির বেজায় ধুম গ্রামের সকল বাড়ি
মাঘের শীত জুড়েই চলে সূর্যিমামারই আড়ি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ