- শাহানাজ শিউলী
অক্ষীগোলকে লেগেছে ছারপোকা,
অদৃশ্য কামড়ে বিষ ছড়ায়;
হিংস্রতার বিষজ্বালা ঢুকে পড়ে রক্তে,
বেঁচে থাকার স্বপ্নটুকু ঘুরতে থাকে বক্রপথে।
ছারপোকা ঢুকে গেছে সমাজে,রাষ্ট্রে,
চোখের আলো নিভিয়ে খেয়ে ফেলে বিবেক,
কুরে খায় মানবতা,
মুক্ত চিন্তা বন্দী করে গিলে ফেলে নৈতিকতা।
ভুলকে সাজায় সোনায়,হীরেই,
সত্যকে করে লাঞ্ছিত।
অক্ষির আলোটুকু ঢেকে দেয় অন্যায়ের চিহ্নে।
পর্দার আড়ালে লুকিয়ে রাখে সত্যের প্রলেপ,
মানুষের ভিড়ে মানুষ হয়ে যায় অচেনা।
ছারপোকার কামড়ে অতিষ্ট জীবন,
সহজে ধরা যায় না।
অদৃশ্য বিষময় কামড়ে
খেয়ে ফেলে মস্তিষ্কের নিউরন,
রক্ত চুষতে থাকে সব শ্রেণির,
লুকিয়ে থাকে অক্ষীগোলোকে।
