নতুন কুঁড়ির ফাইনাল পর্বের অডিশন শুরু ১ নভেম্বর

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-এর ফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর, চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

এর আগে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ফাইনালে উত্তীর্ণ প্রতিযোগীদের গ্রুমিং সেশন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা তাদের পারফরম্যান্স ও মঞ্চনৈপুণ্য উন্নত করার নির্দেশনা দেন। প্রতিযোগীদের অনুশীলনের সুবিধার্থে গ্রুমিং একদিনেই সম্পন্ন হয়েছে।

Left

ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বিটিভি ঢাকা কেন্দ্র, রামপুরায়। ‘সেরা দশ’ পর্বে প্রতিটি শাখায় সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজন প্রতিযোগী ফাইনালে অংশ নেবে। একই নম্বরপ্রাপ্ত একাধিক প্রতিযোগীও সুযোগ পেতে পারে।

ফলাফল জানা যাবে **www.btv.gov.bd**-তে। পাশাপাশি উত্তীর্ণদের মোবাইলে এসএমএসে ফাইনালের তারিখ জানানো হবে। প্রতিযোগীদের অডিশনের ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ও টেলিভিশনের স্ক্রল থেকেও জানা যাবে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রতিভাবান শিশু-কিশোররা এবার সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক ও অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পরিবেশনা উপস্থাপন করবে।

ফাইনাল পর্বের অনুষ্ঠানগুলো বিটিভিতে বিশেষ সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। দর্শকরা বিটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও পর্বগুলো দেখতে পারবেন।

‘নতুন কুঁড়ি’ দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের আয়োজনও তরুণ প্রতিভা বিকাশের অনুপ্রেরণামূলক মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ