শ্যামনগরে সিসিটিভির পক্ষ থেকে গরু,ছাগল বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ বেসরকারি সংস্থা সিসিডিবি পক্ষ থেকে হতদরিদ্র উপকার ভোগীর মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক সহায়তা প্রদান করেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বনবিতলা ও ভামিয়া গ্রামের ২৪ জন দরিদ্র উপকার ভোগীর মাঝে বিকল্প আয়ের পথ সৃষ্টির লক্ষ্যে গরু, ছাগল, ক্ষুদ্র ব্যবসা সহ বিভিন্ন ট্রেডে মালামাল প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়ি গোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লার উপস্থিতিতে গরু ছাগল ও অন্যান্য মালামাল বিতরণ করা হয়। সহায়তা প্রদান করে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহতাব উদ্দিন সরদার, ১২৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোসাম্মৎ মাসুরা খাতুন, বনবিবি তলা সিসিআরসির সভাপতি মোঃ আব্দুর রহিম গাজী, ক্যাশিয়ার হাফিজুর রহমান , সদস্য আসমা তারা সেতু, ইয়াকুব আলী মির্জা সহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সিসিডিবি সংস্থার হিসাবরক্ষণ কর্মকর্তা মিস ন্যান্সি বিশ্বাস , মাঠ সংগঠক জগদীশ সরদার, দিল আফরোজ থারমান আতিওয়ারা , ফিল্ড অফিসার নির্মল টুডু, ও লতিকা সরকার । প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিসিডিবি সংস্থার এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সিসিডিবি সংস্থার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
