শ্যামনগর মুন্সিগঞ্জে সুন্দরবন প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর মুন্সিগঞ্জ সুন্দরবন ৮ দলীয় প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। (৯ ফেব্রুয়ারি) রবিবার দুপুর ২ টায় মুন্সিগঞ্জ ক্রিকেট মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি ও সুন্দরবন প্রিমিয়ার ক্রিকেট লীগের আহবায়ক বিলাল হোসেনের সভাপতিত্বে, খেলাটি উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রিফাত, সুন্দরবন ক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাসুম বিল্লাহ, সুন্দরবন সহ-সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ, তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, জামায়াত নেতা রমিজুল ইসলাম, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, আব্দুল হালিম, যুবদল নেতা ইমরান হোসেন, আদম আলী, মহাব্বত হাসান টুটুল, শাহন আহমেদ সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় রোহন ক্রিকেট একাদশ পঞ্চাশ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওয়ান ক্রিকে একাদশের খেলোয়াড় আশিকুজ্জামান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ