হরি কাকার নাকটা নাকি
জন্ম থেকেই এমন,
বুদ্ধি তার যেমন তেমন
জাতে বেটা বামন।
নাকটা তার নামী-দামী
লোকে বলে নাকা,
টিকটিকিতে ভয় যদি ও
বুদ্ধি বেজায় ফাঁকা।
পিপড়ে দেখে এমনভাব
পেরেক দেবে ঠুকে,
নিজেকে বেজায় সাহসী ভাবেন
গর্ব রেখে চেখে- মুখে।
একদা ট্রেন দেখে বলেন
এ কেমনতরো জন্তু,
সেই ভয়েতে দাঁত কপাটি
শুকিয়ে হলেন তন্তু।
বদ্দি কবিরাজ কত এলো
খাওয়ান পুড়িয়ে লঙ্কা,
শেষে কিনা সাহসী হরির
বাজলো মৃত্যু ডঙ্কা।