সাতক্ষীরায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক সচেতনতা প্রচারণা
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা বিআরটিএ সার্কেল মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা এবং ১১.৩০ টায় সরকারি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক এবং সহকারী মোঃ নাছির উদ্দিন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়কে নিরাপদ চলাচল, হেলমেট ব্যবহার, ট্রাফিক সাইন অনুসরণ ও নিরাপদ গতি রক্ষা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সংক্রান্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

