আপনাদের ভোটে ইনশাআল্লাহ মানুষের অধিকার ফিরিয়ে আনব : ড. মনিরুজ্জামান
আব্দুর রহমান: সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) ভুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি দলীয় প্রতীক ধানের শীষে ভোট চান। ড. মনিরুজ্জামান বলেন, “ভুরুলিয়া সমৃদ্ধ শ্যামনগরের মানুষ সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ছিলেন। আপনাদের ভোটে ইনশাআল্লাহ মানুষের অধিকার ফিরিয়ে আনব।” স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পথসভা জনসভায় রূপ নেয়। পথসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য ও ভুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলায়মান কবীর, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপি নেতা জহুরুল হক আপ্পু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালী, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকবর আলী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মহাসিন আলী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আজু মোল্লা, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আব্দুল করিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
