৪ বিভাগসহ ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

ন্যাশনাল ডেস্ক: ক্রমান্বয়ে শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়ছে। গত ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ এখনও বইছে। গতকাল বুধবার দেশের চারটি বিভাগ ও ১২টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। গতকাল বুধবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গতকাল বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁ জেলার বদলগাছীতে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস । জেলায় বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যানুযায়ী, সকাল ৯টায় বদলগাছীতে সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। জেলায় তীব্র শীতে দৈনন্দিন কাজকর্মে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বিশেষ করে, শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে। বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, কুয়াশার পরিমাণ কমে সকালেই রোদ উঠলেও আকাশ পরিষ্কার থাকায় উত্তরের হিমেল হাওয়ার গতি বেড়েছে। এ কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও দু-তিন দিন থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, চলতি মাসেই আরও তিন থেকে চারটি শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ