মৃত্যুর দূত হায় আসিবে যেদিন
মোর রুহু কবজ করিতে,
পারিবো না জানি সেদিন আর
এই ধরণীর বুকে থাকিতে।
একটু কৃপা করো সেদিন প্রভু
জারি করো মোর মুখে,
কালেমা যেনো পড়িতে পারি আমি
ঈমান রেখে সেদিন বুকে।
ঐ, কালেমা, লা ইলাহা ইল্লালাহু
মোহাম্মাদুর রাসুলুল্লাহ,
আমি বলিতে যেনো পারি সেদিনও
আমার মাবুদ এক আল্লাহ।
প্রভু, তোমার কাছে চাইনে আমি
চির জান্নাতের ঐ সুখ,
আমি চাই শুধু তোমার সান্নিধ্য
দেখিতে চাই ঐ নুর মুখ।
জান্নাত নাকি অগ্নির দোযখ হবে
আমার চির ঠিকানা,
সেই সব নিয়ে কখনো তো প্রভু
আমি কখনো ভাবিনা।
আমি চাই নুর রাসুলের প্রেম
আর তোমার ভালোবাসা,
তোমাদের ভালবাসা পাবো আমি
মনে রাখি এই দৃঢ় আশা।