জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১১শ ২৯ পদ শূন্য
পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত
সুরাইয়া খাতুন: সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে। জেলার ১ হাজার ৯৫টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের ১০৪টি পদ খালি। বর্তমানে দায়িত্ব পালন করছেন ৯৯১ জন প্রধান শিক্ষক। এতে বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৫ হাজার ৯৯৭টি। এর মধ্যে কর্মরত ৫ হাজার ৫৯৫ জন, শূন্য ৪০২টি। পাশাপাশি দপ্তরি কাম প্রহরীর ৬২৩টি পদও খালি রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ সম্পন্ন হলে বিদ্যালয়গুলোতে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আশা করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “শূন্যপদ পূরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত জনবল নিয়েই শিক্ষার মান ধরে রাখতে চেষ্টা চলছে।”
