কবিতাঃ ছাড়তে হবে বাড়ি, মনোরঞ্জন মল্লিক
আসা-যাওয়ার এই দুনিয়ায়
রইব ক’দিন ভবে,
শুভ্র মনে চলবো সবাই
খুশি হবে রবে।
মনের কালো মুছে ফেলো
ন্যায়ের পথে থাকো,
করিও না সবে আড়ি
হিংসা দূরে রাখো।

মানব তরে বাঁচো সবে
মজা তাতে পাবে,
জীবন তরী ডুবে গেলে
নামটি সবাই গাবে।
এমন সমাজ গড়ে তোলো
প্রাণের বন্ধন থাকে,
ভেদাভেদ সব ভুলে গিয়ে
কাঁধেতে কাঁধ রাখে।
দু’দিনের এই মায়ার জীবন
হারিয়ে যায় যাবে,
সময় থাকতে ভালো কাজে
অন্তর যেন ভাবে।
