কবিতা -নারী তুমি সংগ্রামী হও, কলমে – দেব মন্ডল

নারী তুমি জেলের কয়েদি নও।
নও কারো ভোগ্য দ্রব্য।
তুমি কোমল, তুমি পবিত্র,
তোমাকে মায়ের সম্মান দিয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ড।
কেউ যদি করে নারীত্বের অপমান,
তুমি জ্বলে ওঠো আপন তেজে।।
আমরা সুপুরুষ যারা, তারা আছি তোমার সাথে।
যে মায়ের দ্বারা এসেছি এই পৃথিবীর বুকে।
সে ও হচ্ছে নারী তার সম্মান সবার উপরে,এই ধরনীর মাঝে।
যদি তোমার উপরে কেউ করে নির্যাতন,
তুমি সাজো ছিন্নমস্তা রুপে,
শিক্ষা দেও সেই সব নরঘাতকের।
যদি তোমার দিকে ধেয়ে আসে কোন কাপুরুষের দল।
তোমার হাতে, হাত রেখে আমরা লড়বো সবাই।
ক্ষমা নেই,ক্ষমা নেই ওই পশুদের,
যারা করেছে নারীত্বের অপমান।
যদি দুর্যোধনদের জন্ম হয় এই বাংলার বুকে।
আমরা আজ পঞ্চ পান্ডব নয়,
হাজার ভ্রাতা এক হয়ে লড়বো ওই দুর্যোধনদের সাথে।
নারী তুমি হও সংগ্রামী,রক্ষা করো নিজের অস্তিত্ব তোমার।
তুমি যোদ্ধার বেশে দাঁড়িয়ে যাও রণাঙ্গনের মাঠে,
তুমি ছিন্ন করো ওই নরপিশাচদের কালো হাত এই ধরনীর উপরে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ