কবিতাঃ কালবৈশাখীর তাণ্ডব
মনোরঞ্জন মল্লিক
ঈশান কোণে মেঘ জমেছে
মনে লাগে ডর,
কালবৈশাখীর তাণ্ডব এ সব
ভাঙবে বুঝি ঘর।

ক্ষণিক পরে ভীষণ ঝড়ে
লন্ডভন্ড সব,
মোদের কিছু নেই যে করার
সবই জানেন রব।
গরিব লোকের ঘরের চালা
উড়িয়ে নিল ঝড়,
কালো মেঘের গর্জন শুনি
ডাকছে যেন কড় কড়।
স্রষ্টা তুমি করো রক্ষা
কোন উপায় নাই,
তোমার দয়ায় বাঁচি সবে
দিন কাটিয়ে যাই।
দিনে দিনে তাপ যে বাড়ছে
দুর্যোগ এতো তাই,
পরিবেশকে শীতল রাখতে
বৃক্ষ লাগাও ভাই।
