সাতক্ষীরায় ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুর রশিদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। এসময় তিনি বলেন, “দৈনিক ভোরের চেতনা পত্রিকা দীর্ঘদিন ধরে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি-ভোরের চেতনা সে মূল্যবোধ ধরে রেখেছে। সাংবাদিকতা একটি মহান পেশা। ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে সাংবাদিকতা করতে পারলে সমাজের নির্যাতিত মানুষ উপকৃত হবে। ভোরের চেতনা পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রমে পত্রিকাটি অল্পদিনে সাতক্ষীরায় সুপরিচিত হয়ে উঠেছে। বর্তমান সময়ে সংবাদমাধ্যম শুধু খবর পরিবেশন করে না; সমাজ গঠন, সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পত্রিকার প্রতিটি প্রতিবেদককে সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যেতে হবে। আমি আশা করি, পত্রিকার আগামী দিনের পথচলা হবে আরও সমৃদ্ধ, আরও দায়িত্বশীল। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সম্পাদকমণ্ডলী, রিপোর্টার, কর্মরত সব সাংবাদিক ও পাঠকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।” বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী ও যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান বরুণ ব্যানার্জী, জেলা প্রতিনিধি রমজান আলী, ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ, খুলনার সময়ের স্টাফ রিপোর্টার আহ্মাদ আলী ও ইউনুস আলী, চৌকশ পত্রিকার ব্যুরো প্রধান মোঃ হাফিজসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ