বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন ডা.শহিদুল আলম

আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত গরীবের ডাক্তার খ্যাত ডা.শহিদুল আলম। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ঢাকাস্থ ডা.শহিদুল আলমের বাসায় যান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডা. শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান।

সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, কেন্দ্র থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার আইউব হোসেন মুকুলকে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়েছেন। ডা. শহিদুল আলমও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তিনি বঞ্চিত হয়েছেন বিধায় কেন্দ্রীয় নির্দেশনায় আমি তার বাড়িতে সশরীরে উপস্থিত হয়েছি এক সাথে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। তিনি বাসায় থাকা সত্ত্বেও ড্রয়িং রুমে অপেক্ষা করেও আমি বিমুখ হয়েছি। তারপরও তাকে সাথে নিয়েই আমি সাতক্ষীরা-৩ আসনের মাটি ও মানুষের সেবায় কাজ করবো। এই আসনের উন্নয়নের জন্য কাদে কাদ মিলিয়ে সকলকে সাথে নিয়েই এগিয়ে যাবো।

কাজী আলাউদ্দিন আরও জানান, গত ৪ নভেম্বর থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত ডা. শহিদুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। এই আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বিধা-বিভক্তি থেকে ঐক্য রাখতে ডা. শহিদুল আলম এর সঙ্গে দেখা করতে আসি।তিনি গত ৫ নভেম্বর থেকে বিএনপির  মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম দলের সিদ্ধান্ত মেনে না নিয়ে লাগাতার আন্দোলন করছেন বলে তিনি মন্তব্য করেন। এসময় তার সাথে ছিলেন জ্যেষ্ঠ পুত্র কাজী সাজেদুর রহমান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ