সরকারি মেডিকেল কলেজে আসন কমল ৩৫৫টি

২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০০টি, যা গত বছরের তুলনায় ৩৫৫টি কম

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশালের শের-ই-বাংলা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজে ২৫টি করে আসন কমানো হয়েছে।

এ ছাড়া শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২৩০ থেকে ৫টি কমিয়ে ২২৫টি, হবিগঞ্জ মেডিকেল কলেজে আসন কমিয়ে ৫০টি করা হয়েছে। একইভাবে নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজে ২৫টি করে কমিয়ে প্রতিটিতে ৫০টি আসন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে তিনটি মেডিকেল কলেজে আসন বাড়ানো হয়েছে। এর মধ্যে

  • শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে মোট ১২৫টি,

  • টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে ১২৫টি,

  • পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

তবে অন্যান্য সরকারি মেডিকেল কলেজের আসন অপরিবর্তিত থাকবে। এর মধ্যে

  • কুমিল্লা, খুলনা, বগুড়া শহিদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে আসন রয়েছে ২০০টি করে

  • পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে আসন ১০০টি করে

  • গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে ১২৫টি করে, এবং

  • সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৭৫টি আসন নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ