স্বইচ্ছায় হেসে উড়িয়ে দিয়েছি
সমূদয় কপট সুযোগ
কোনদিন কপাট খুলতে দেইনি
অন্তরীণ ইচ্ছেদের অর্থহীন বায়না!
ওরা বারংবার শাদ্দাদের বেহেশত চিনিয়েছে
আমি প্রভূকে দেয়া অঙ্গীকারনামা দেখিয়েছি।
সুযোগের অভাবেই হোক
কিম্বা সদিচ্ছায়ই হোক সরল পথ চিনেছি।
ইচ্ছে হয় কঙ্কালসার দেহে পোস্টমর্টেম চালাও
বেনামে পরীক্ষার প্রশ্ন পাঠিয়ে দাও
উত্তীর্ণ হলে লিখে রেখো কেবল।
অর্থের কুপ্রভাব হলে
দাবার গুটির ভাগ্যের খেলা দেখেছি
জানি আমার রিযিক ভাণ্ডার দীর্ঘ হলে
আমার চলার পথ তিনিই নির্ধারণ করবেন।