প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছেন শিক্ষকরা

বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি

বিস্তারিত জানতে ক্লিক করুন

এর আগে আন্দোলনরত শিক্ষক নেতারা অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠক করেন।

গত তিন দিন ধরে শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছিলেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “আমাদের দাবি ছিল দশম গ্রেড, তবে অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের এমন আশ্বাসে আমরা আস্থা রেখেছি।”

তিনি আরও বলেন, “আগামীকাল (মঙ্গলবার) থেকে আমরা ক্লাসে ফিরছি। শহীদ মিনারে গিয়ে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ