ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বরিশালে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনজুর-ই এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মৃতের পরিবারের লিখিত অভিযোগের পর আমরা পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিস্তারিত জানতে ক্লিক করুন

অভিযোগে জানা গেছে, নগরীর কাউনিয়া থানার ছোট বটতলা এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম ফারুকের স্ত্রী তানজিল তাসনিন (৩০) গত ২৬ অক্টোবর প্রসববেদনা নিয়ে আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ডা. নজরুল ইসলাম সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।

অভিযোগ অনুযায়ী, অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় রক্তনালী কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। টানা ১৬ ব্যাগ রক্ত সঞ্চালনের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃতের স্বামী আমিরুল ইসলাম বলেন, “আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ ছিল। চিকিৎসকের ভুল সিদ্ধান্ত ও অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, মৃত্যুর ছয় দিন পর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে চিকিৎসকের নির্দেশে হাসপাতালের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালায়। এতে পরিবারের কয়েকজন আহত হন।

বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযুক্ত চিকিৎসক ডা. নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “রোগীকে যথাসাধ্য চিকিৎসা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন অযথা দোষ আমার ওপর চাপানো হচ্ছে।”

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ