অসীমের মাঝে তুমি

কাজী নাজরিন

শিউলি ফুলের সুবাস যেন খুঁজে পাই তার পানে
আগমনী সুর স্নিগ্ধতা দেয় বকুল ফুলের ঘ্রাণে।
হতাশার মাঝে এক মুঠো হাসি খুশির তীব্রতা দেয়
বৃষ্টি মুখর সন্ধ্যা ক্ষণে সদা কাছে টেনে নেয়।
টাপুর টুপুর বৃষ্টির ছন্দে মনে বাজে কতো সুর
আকাশ পানে মনের সুখে উড়ে যাবো বহুদূর।
হিম হিম শীতে একই চাদরে গাইবো কতো গীত
আগলে নেব পরম আদরে কনকনে সব শীত।
লাজুক লতার লাজ ভাঙিয়ে গলায় পরাবো মালা
শূন্য হৃদয় পূর্ণ করে মিটবে মনের জ্বালা।
আকাশ ভরা মেঘ সরিয়ে দেখবো তোমায় ছুঁয়ে
সাগরের ঢেউয়ে তালে তালে হাত দুটো দিব নুয়ে।
ললাটে যতনে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো
হাত দু’খানা আলতো করে মাথার কাছে নেবো।
শুভ্র মনে আনমনে সদা তুমি ছাড়া মরুভূমি
ভুবন মাঝে এই হৃদয়ে অসীমের মাঝে তুমি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ