সোনার ধান
সাঈদুর রহমান লিটন
সোনার ধানে ভরা জমি
এতো রূপ আছে কমই।
রাশি রাশি পাকা ধান,
রূপ দেখে জুড়ায় প্রাণ।
এ সম্পর্কিত সংবাদ
ধানের গায়ে সোনা রোদ,
এই রোদেই বাড়ায় বোধ।
কৃষকেরা সব খুশি হয়,
ধানে ধানে হৃদয় জয়।
নবান্নের পিঠাপুলি
খুশি হয় মনটা খুলি,
বাড়ি বাড়ি খুশির গান।
উঠোন জুড়ে সোনার ধান।
এভাবেই হাসে হেমন্ত দিন
চাষিরা বাজায় খুশির বীণ।
হেমন্ত রঙে সবাই রঙিন
সুখে কাটে গাঁয়ের দিন।

