সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই): সুযোগ ও চ্যালেঞ্জ

প্রযুক্তির অগ্রগতির ফলে সাংবাদিকতাতেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বেড়ে চলেছে। আজকের দিনে সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, শিরোনাম তৈরি, এমনকি পুরো প্রতিবেদন লেখা পর্যন্ত এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্বের বড় সংবাদমাধ্যমগুলো ইতিমধ্যেই এআই ব্যবহার শুরু করেছে। উদাহরণস্বরূপ, অ্যাসোসিয়েটেড প্রেসের Automated Insights, রয়টার্সের News Tracer, ফোর্বসের ইবৎঃরব এবং ওপেনএআই-এর টুলগুলো সাংবাদিকদের বিপুল তথ্য দ্রুত বিশ্লেষণ করতে সাহায্য করছে।

Left

এআই পুনরাবৃত্তিমূলক কাজ যেমন খেলাধুলা, ব্যবসা বা দৈনন্দিন সংবাদ তৈরি করার সময় কমাচ্ছে এবং তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়াকে দ্রুত করছে। শিকাগো ভিত্তিক Narrative Science প্রতিষ্ঠান বলছে, ২০২৫ সালের মধ্যে একটি এআই বটই ৯০ শতাংশ খবর তৈরি করতে সক্ষম হবে।

এআই কেবল সংবাদ তৈরি করতে নয়, অডিয়েন্স অনুযায়ী কনটেন্ট পার্সোনালাইজেশন, ট্রান্সক্রাইবিং, ছবি, ভিডিও ও অডিও কনটেন্ট তৈরিতেও ব্যবহার হচ্ছে। এআই-চালিত অ্যালগরিদম পাঠকের আগ্রহ ও পছন্দ অনুযায়ী সংবাদ পৌঁছে দিতে পারে। ফলে নিউজরুমে পাঠক এনগেজমেন্ট বৃদ্ধি পায় এবং মিডিয়া হাউসগুলো প্রাসঙ্গিক কনটেন্ট সরবরাহ করতে পারে।

চ্যালেঞ্জও রয়েছে:

  • অনেক সাংবাদিকের চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে। আন্তর্জাতিক জরিপ অনুযায়ী, প্রায় ৫৭% সাংবাদিক আশঙ্কা করছেন ভবিষ্যতে এআই ব্যবহার আরও ব্যাপক চাকরিচ্যুতি ঘটাতে পারে।

  • ভুল নির্দেশনা দিলে এআই পক্ষপাতমূলক বা ভুল তথ্যও তৈরি করতে পারে।

  • পূর্ণাঙ্গ তথ্য সংক্ষেপিত করার সময় তথ্যের ঘাটতি দেখা দিতে পারে।

  • পাঠকরা কখনো বুঝতে পারবেন না কোন সংবাদ এআই লিখেছে আর কোনটি মানুষের লেখা।

মিনহাজ আমান, রাইটস অ্যান্ড টেকনোলজির রিসার্চ লিড, বলেন, “এআই সংবাদ বিশ্লেষণ ও ফ্যাক্ট-চেকিংয়ে সহায়ক, তবে পক্ষপাতদুষ্ট আচরণ থেকে সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের উচিত এআইকে সহযোগী হিসেবে ব্যবহার করা, পুরোপুরি নির্ভর করা নয়।”
দৈনিক ইত্তেফাক-এর সাবেক সহসম্পাদক তাহসিন আহমেদ বলেন, “এআই ব্যবহার করলে তথ্য যাচাই দ্রুত হয় এবং ফিচার বা গল্পের জন্য বাস্তবধর্মী ছবি তৈরি করা যায়। তবে মানব সাংবাদিকের সৃজনশীলতা ও নৈতিক দায়িত্বের বিকল্প নয়।”

দেশের সংবাদমাধ্যমও ডিজিটাল রূপান্তর করছে। ‘ডিজিটাল ফার্স্ট’ নীতি গ্রহণ, দক্ষ জনবল ও এআই প্রযুক্তি ব্যবহার করলে নিউজরুম আরও গতিশীল, তথ্যভিত্তিক ও আধুনিক হবে। তবে সঠিক ব্যবহারের জন্য প্রয়োজন সুস্পষ্ট নৈতিক মানদণ্ড, স্বচ্ছতা, জবাবদিহি এবং সাংবাদিকদের প্রশিক্ষণ।

কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার জন্য একদিকে সুযোগ, অন্যদিকে চ্যালেঞ্জ। এটি মানব সাংবাদিকদের কাজকে প্রতিস্থাপন না করে, বরং সহায়ক হিসেবে ব্যবহার করলে সংবাদ জগৎ আরও সমৃদ্ধ ও আধুনিক হবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ