রাতভর ফোন চার্জে রাখা কি নিরাপদ?

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেকেই না জেনেই এমন একটি অভ্যাস তৈরি করেছেন, যা ফোনের ব্যাটারি ও নিরাপত্তার জন্য ভয়ংকর ক্ষতির কারণ হতে পারে—ফোন সারা রাত চার্জে রাখা।

বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হওয়ার পরও প্লাগ ইন অবস্থায় থাকলে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ব্যাটারির ক্ষমতা কমে যায়, পারফরম্যান্স নষ্ট হয় এবং মাঝে মাঝে ওভারহিটিং বা বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।

Left

ফোন ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে কিছু সহজ নিয়ম:

  • ব্যাটারি ২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দিতে হবে।

  • চার্জ ৮০ শতাংশে পৌঁছালে চার্জার খুলে দেওয়া উচিত।

  • মূল এবং ভালো মানের চার্জার ব্যবহার করুন।

  • অটোমেটিক চার্জিং বন্ধ ফিচারের ওপর সম্পূর্ণ নির্ভর না করা ভালো।

বিশেষজ্ঞরা মনে করেন, রাতভর চার্জে রাখা “সুবিধার জন্য নেওয়া ছোট্ট অভ্যাস” অনেক সময় ফোনের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই রাতে ঘুমানোর আগে একবার ভাবুন, আপনার ফোন নিরাপদ আছে কি না।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ