প্রাথমিক বিদ্যালয় বালিকা গোল্ডকাপ টুর্নামেন্টে শ্যামনগর মরাগাং প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
মাহফুজুর রহমান শ্যামনগর (সাতক্ষীরা)
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে শ্যামনগর উপজেলার ১৬৫ নং পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল তালা উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল-কে ৭-০ গোলে পরাজিত করে সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে |এর পূর্বে গত ১৩ জানুয়ারি সাতক্ষীরা সদর উপজেলাকে ৪-০ গোলে এবং ১৪ জানুয়ারী তারিখে ৮-০ গোলে দেবহাটা উপজেলা-কে হারিয়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলা শেষে সাতক্ষীরা জেলা প্রশাষক মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কৃত করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার কারিনি এবং তালা ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মৃধা জানান, ২০২৪ সালে আমার বিদ্যালয়টি খুলনা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল।ফুটবল দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব মন্ডল। উক্ত দলটির সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন, মথুরাপুর সর: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আশরাফ আলী এবং ছোট ভেটখালি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এম এম শাহারুক গহর। পরবর্তীতে উক্ত ফুটবল দলটি খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হতে পারে, সেজন্য এলাকাবাসী সকলের দোয়া চেয়েছেন।
