আমি ক্ষোভ আর দাম্ভিকতা নিয়ে বলি,
আমি নয়তো কারো-ও চরণের ধূলি।
আমি সাহসায় সরল, সাহসায় গরল।
আমি নয়তো ফুলের কলি।।
আমি ঈর্ষা আর অবক্ষা নিয়ে বলি,
আমি নয়তো কারো-ও পকেটের থলি।
আমি তীব্রতা আর নি:শঙ্কতা নিয়ে বলি,
আমি প্রয়োজনে ছিঁড়িবো অন্যের গলার নলি।
আমি বারংবার আমার কথাই বলি,
আমি নিজের জন্য অন্যকে করিবো বলী।
আমি উপেক্ষা আর ঔদাসিন্যে নিয়ে বলি,
আমি নিষ্ঠুর পথিক হয়ে-ও নিস্তব্ধে পথ চলি।