লাল সবুজের পতাকা

আমরা বাঙালি
ছিলাম পরাধীন, শিকলবন্দী;
স্বাধীনতার জন্য মনভরা হাহাকার ছিল।
শোষণ-বঞ্চনার দীর্ঘ দিনে
অন্তরে জেগেছিল মুক্তির ডাক,
চাই স্বাধীনতা, চাই মুক্তি।
ঐক্য আর মনোবলের শক্তিতে
স্বৈরাচারের বিরুদ্ধে ঘোষিত হলো যুদ্ধ।
নয়মাস রক্তঝরানো সংগ্রামে
নত হয়ে শত্রু পিছু হটল।
অর্জিত হল আমাদের বিজয়,
এক সাগর রক্তের বিনিময়ে পেলাম লাল সবুজের পতাকা।
এই পতাকা–
আমাদের গৌরব
আমাদের হৃদয়ের ধন,
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের চিরন্তন প্রতীক।
সবুজ বলে, মা ও মাটির কথা
আমাদের সবুজ প্রকৃতির কথা।
লাল বলে, নবজাগরণের কথা
এক সাগর রক্তের কথা।
এই পতাকা–
আত্মস্বার্থ ত্যাগ করতে শেখায়
সকল কাজে আমাদের অনুপ্রেরণা যোগায়।
আমাদের জাতীয় এই পতাকা–
একতার পথ দেখায়,
শির উঁচিয়ে নব উদ্যমে বাঁচতে শেখায়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ