ভুলে থাকতে চেষ্টা করি
তবুও হঠাৎ মনে পড়ে
মন খারাপে খুব বেশি মনে পড়ে
এটাই কি প্রেম?
ভুলে থাকতে চাইলে আরও বেশি
যন্ত্রণা অনুভব হয় বুকের বা পাঁজরে
হাসি আনন্দে গানে অনুভবে
ধর্মে কর্মে নিজেকে ব্যস্ততায়
নিমজ্জিত রেখে ভুলতে চেয়েছি,
পারছি না, কেন জানি বারবার ধাক্কা
দিয়ে মনের মধ্যিখানে উঁকি ঝুঁকি দিচ্ছে,
ভুলে থাকার অভিনয় করা যতোটা সহজ
ভুলে যাওয়া আদৌ কি অতোটা সহজ!
যত বেশি ভুলতে চাওয়ার অপচেষ্টা
ততই বেশি মনে পড়ছে!
তীব্রভাবে ক্ষণে ক্ষণে মনে পড়ছে,
মাঝরাতে ঘুমের ঘোরেও
হঠাৎ মনে পড়ে!!
