শীত
শীত এসেছে শীত এসেছে
ঠান্ডা লাগে গায়,
সারা অঙ্গে শীতের পোশাক
মোজা পড়ে পায়।
এ সম্পর্কিত সংবাদ
মোটা বসন সবার গায়ে
কেউতো চিকন নয়,
আগুনের তাপ ভীষণ মজা
তাইতো মেতে রয়।
রোগব্যাধি যে বাড়ে শীতে
শাকসবজি আর ফল,
নিত্য গোসল স্বাস্থ্য সুখের
কুসুম-গরম জল।

