ওগো স্বর্গদূত হাসি ছড়িয়ে
মায়ায় জড়িয়ে তবে
কেন গেলে চলে?
যন্ত্রণা লুকিয়ে, আক্ষেপ নিয়ে
বুঝতে দাওনি তো কিছু
যাও এসে কিছু বলে।
চন্দ্র ব্যতীত চন্দ্রের আলো
দিতে কি পারে কেউ?
লক্ষ তারাও নয়,
সূর্যের মতো আলো জ্বালিয়ে
আবার এসো ফিরে
নয় কোন ভয়।
পদ্মাবতী নীড়ে ফিরে এসো
ঝলমলে আলোক বেশে
ফুটবে আলো শেষে
ফিরে এসো নীড়ে সবুজ কন্যা
মায়াবী মুখখানা হেসে
আমাকে ভালোবেসে।