বছর জুড়েই রাস্তায় পানি, দুর্ভোগে এলাকাবাসী

শিশু ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ

সিরাজগঞ্জ শহরের একডালা গ্রামের খুশি সড়ক মধ্যপাড়া থেকে নাইয়াপাড়া হয়ে কাজীপুর নৌকাঘাট পর্যন্ত এলাকায় বছরজুড়ে জমে থাকে নোংরা পানি। সামান্য বৃষ্টিতেই পানি ঘরের দরজায় পৌঁছে যায়। শুকনো মৌসুমেও অকার্যকর ড্রেনেজের কারণে রাস্তা কাদা ও পচা পানিতে ভেসে ওঠে। এতে শিশু, বৃদ্ধ ও স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পানি জমে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান নেয়নি। নর্দমা উপচে যাওয়ায় রাস্তা জলাবদ্ধ হয়ে গেছে। কাদা পানিতে পথচারীরা প্রায়ই পিছলে পড়ে আহত হচ্ছেন। বৃষ্টির মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়।

Left

রাস্তায় থাকা ড্রেনগুলো অপ্রতুল ও অনেক জায়গায় ভরাট বা ভেঙে গেছে। নিয়মিত পরিষ্কারের অভাবে বর্জ্য জমে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এতে দুর্গন্ধসহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, রিকশা, ভ্যান বা মোটরসাইকেল চলাচল করতে পারছে না। বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা আরও বেহাল হয়ে পড়ে। অনেক সময় অসুস্থদের জন্য অ্যাম্বুলেন্সও এলাকায় ঢুকতে পারে না।

স্কুলছাত্রী মাহী বলেন, “নোংরা পানি পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় পিছলে পড়ি, বই খাতা ভিজে নষ্ট হয়। আমাদের চলাচলে খুব কষ্ট হয়।”

স্থানীয়রা দাবি জানিয়েছেন, ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা, বিদ্যমান ড্রেন গভীর করা এবং রাস্তা উঁচু করে নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরনবী সরকার জানান, পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ চলমান আছে। তবে এলাকাবাসী লিখিতভাবে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -