শ্যামনগর হরিনগর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রয়

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার হরিনগর বাজারে সোমবার (২৪ মার্চ ) সকাল ৯টার সময় মাংস বিক্রেতা হরিনগর গ্রামের নুরমোহাম্মদ মোল্যার পুত্র ফজর আলী মোল্যা মৃত ছাগলের মাংস বিক্রয় করতে থাকে এক পর্যায়ে ক্রেতারা মাংস দেখে সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বলেন আমি কসাই খানায় জবাই করেছি। তার কথায় সন্দেহজনক মনে হলে হরিনগর বাজারের ঔষধ ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান, চা ব্যবসায়ী বাবলুর রহমান, বাজার কমিটির ইজারাদার আব্দুর রশিদ, সাংবাদিক ইসমাইল হোসেন সহ আরও অনেকে কসাইখানা দেখতে যান সেখানে কোন রক্তের চিহ্ন বা পানি দিয়ে ধৌত করার কোন আলামত না থাকায় তাকে পুনরায় জিজ্ঞাসা করলে তিনি বিভিন্ন তালবাহনা শুরু করেন এবং বলেন আমি মাংস বিক্রয় করব না, মাংস নিয়ে বাড়িতে  যাচ্ছি। পরবর্তীতে স্থানীয় বি,এন,পি নেতা মিয়ারাজ, নজরুল মোড়ল, মাকছেদুর রহমান বাবু, মাহবুবুর রহমানসহ স্থানীয়দের সহযোগীতায় মাংস নদীতে ফেলে দেওয়া হয়। ক্রেতাদের অনেকের অভিযোগ ইতোপূর্বে এই মাংস ব্যবসায়ী রোগাক্রান্ত ও মৃত পশু জবাই করে মাংস বিক্রয় করে আসছেন। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা ভেটিনারী সার্জনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ইউনিয়ন পর্যায়ে আমাদের কোন তদারকি কমিটি নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগীতায় বাজার কমিটি এবং আমাদের ইউনিয়ন পর্যায়ের কর্মীদের সমন্বয়ে একটি তদারকি কমিটি করা যেতে পারে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ