অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াকুব আলী সরদার আর নেই

তৌহিদুর রহমান: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত দাউদ আলী সরদারে পুত্র আলহাজ্ব ইয়াকুব আলী সরদার শুক্রবার (১৪ মার্চ) ভোর ৫ টার সময় চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাহার ৭ পুত্র ১ কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তিনি ১৯৬৪ সালে বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) প্রতিষ্ঠা থেকে প্রধান শিক্ষক ছিলেন এবং ২০০৪ সালে অবসরে গিয়েছিল। তিনি বিদ্যালয়টি উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন, প্রথমে কাঁচা ঘর  গোলপাতার ছাউনি  সেখান থেকে উঠে আসা বর্ত মান এই বিদ্যালয়। তাহার সময়ে অনেক ছাত্র লেখাপড়া করে দেশে বিদেশে বিভিন্ন উচ্চ  পদে চাকুরী করছেন। তাহার মৃত্যুতে বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) এর প্রশান শিক্ষক মোঃ আব্দুল করিম, শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। প্রবীন ও শ্রদ্ধেয় শিক্ষক মারা যাওয়া এলাকার প্রক্তন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী মর্মাহত। সকলে তাঁর আত্মার মাগফিরত কামনা করেছেন। তাহার ২ বার জানাজা অনুষ্ঠিত হবে, জুমা বাদ প্রথম জানাজা ও আছর বাদ দ্বিতীয় জানাজা। এর পর তাহার দাফন কার্যক্রম সম্পন্ন হবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ