শ্যামনগরে সিসিডিবির উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন
নিজস্ব প্রতিনিধি: “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা, ও মহড়ার আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি “বাংলাদেশের দূর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালী করণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের” অধীনে এবং শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মঙ্গলবার ১১ মার্চ, সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, খাবার পানির পুকুর পরিস্কার, ফিল্টার পরিস্কার ও পুকুরের পাড় সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। সিসিডিবি সংস্থার স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্প কর্তৃক আয়োজিত খাবার পানির পুকুর পরিস্কার, ফিল্টার পরিস্কার ও পুকুরের পাড় সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অুনষ্ঠানটি উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র মন্ডল, সভাপতি, ৬ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বিকাশ চন্দ্র অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ০৬নং ও ৯নং ওয়ার্ডের ১০০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা শেষে সকলে খাবার পানির পুকুর পরিস্কার, ফিল্টার পরিস্কার ও পুকুরের পাড় সংস্কারের কাজে অংশগ্রহণ করেন। পুকুরের পাড় সংস্কারের যাবতীয় মালামাল যেমন- নেট, খুটি, বাঁশ, কটসুতা ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান ক্রয়ে সিসিডিবি সংস্থার স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্প সহযোগিতা করে। খাবার পানির পুকুরের উৎস থেকে ৫০০ পরিবার খাবার পানি সংগ্রহ করে থাকে যার ফলে এলাকার সকলে পুকুর পরিস্কার, পুকুরের পন্ড স্যান্ড ফিল্টার পরিস্কার ও পুকুরের পাড় সংস্কারের কাজে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন সম্মানিত প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার, একাউন্ট এন্ড এ্যাডমিন অফিসার রিচার্ড প্রভাত বাড়ৈ, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার দেবব্রত কুমার গায়েন, ফিল্ড অর্গানাইজার ইসহাক বাড়ই, সাকিরা খানম ও ধ্রুব বিশ্বাস প্রমুখ।
