সিসিডিবি ও ফ্রেন্ডশিপ সংস্থার যৌথ আয়োজনে প্রকল্প অভিহিতকরণ সভা
নিজস্ব প্রতিনিধি: সিসিডিবি ও ফ্রেন্ডশিপ সংস্থার যৌথ প্রকল্প সভা অনুষ্ঠিত হয়। ৮ ই মার্চ শনিবার দুপুর ২ টায় সিসিডিবি ও ফ্রেন্ডশিপ সংস্থা যৌথ আয়োজনে শ্যামনগর উপজেলোর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে কোয়ালিশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স বাংলাদেশ (CCRB) প্রকল্পের অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস থেকে আগত দাতা সংস্থা Woord en Daad এর প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী সংস্থার উদ্বর্তন কর্মকর্তা, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম ও অন্যান্য ওয়ার্ডের সদস্যসহ এলাকার শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তির্গ। প্রকল্পটি ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেন্ট্রাল কালিনগর গ্রাম এবং ৪ নং ওয়ার্ডের পূর্ব কালিনগর গ্রামে এই প্রকল্প টি বাস্তবায়িত হবে। প্রকল্পের মাধ্যমে অত্র এলাকার জনগোষ্ঠী তাদের অধিকার ও মর্যাদার উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে জলবায়ূ সহনশীলতা সম্পর্কে অবগত হবে এবং নিজেদেরকে গড়ে তুলবে। প্রকল্প টি অর্থায়ন করছেন Woord en Daad এবং যৌথভাবে বাস্তবায়ন করবে সিসিডিবি ও ফ্রেন্ডশিপ সংস্থা। চেয়ারম্যান প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করেন।
