শ্যামনগরে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি : নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন( এন জি এফ) পিপিইপিপি ইইউ প্রকল্পের

মুন্সীগঞ্জ উপ – প্রকল্প ইউনিটের পক্ষ থেকে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার (৩ মার্চ ) সকাল ৯ টা থেকে PPEPP -EU প্রকল্পের নিউট্রিশন কম্পোনেন্ট এর আওতায়, মুন্সীগঞ্জ উপ-প্রকল্প ইউনিটের পূর্ব ধানখালী হাসনাহেনা মা ও শিশু ফোরামের বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প গাইনি ও শিশু স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটি উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক মোঃ ইকরামুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুষ্টিবিদ মোঃ রাকিব হাসান বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ তানভীর আহমেদ। এ সময় রোগী দেখেন ,ডাঃ সোহেলী আফরোজা , এমবিবিএস,বিসিএস, মেডিকেল অফিসার, পিজিটি (গাইনি), শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।উক্ত ক্যাম্পে সর্বমোট ৯৪ জন রোগীর ফ্রী প্রাথমিক চিকিৎসা সেবা এবং স্যানিটারি ন্যাপকিন বিতরন করা ও বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগী করেন ডাঃ মোঃ শফিকুল ইসলাম ও মোঃ রেজাউল ইসলাম এটিও (এল)।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ