জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবে নারীরা ও অমুসলিমরা-রফিকুল ইসলাম খান

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরে হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৩ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে  মাও: রফিকুল ইসলাম খান, সহ: সেক্রেটারি  বলেন নির্বাচনের পূর্বে সকল গণহত্যাকারীর বিচার করতে হবে।   তিনি আরো বলেন, যোগ্য নেতৃত্ব তৈরির কারখানা হলো জামায়াত। প্রাক্তন দুই জন মন্ত্রীই এর প্রমাণ। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ফঁসি দিয়ে ও জেলখানায় জামায়াতের ১১ জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে। বহু নেতা কর্মীকে গুম করা হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে বাক স্বাধীনতায়  নিষেধাজ্ঞা দিয়েও ইসলামী আন্দোলন শেষ করা যায়নি। এ সরকারের কাছে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতা কর্মীদের হত্যা ও পিলখানায়  ৫৭  সেনা কর্মকর্তাসহ  সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তিনি আরো বলেন,২৪ এর গণ আন্দোলনে আহতরা যখন চিকিৎসার দাবিতে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে হয় এর চেয়ে জাতির জন্য আর লজ্জার কিছু হতে পারে না। তিনি নিহত সকল পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে দাবি করেন। ফ্যাসিষ্ট সরকারের আমলে বিদেশে পাচার হয়ে যাওয়া ২৪ লক্ষ কোটি টাকা উদ্ধার করে আনারও দাবি জানান।  তিনি পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, উঁকি ঝুঁকি মারা বন্ধ করেন, ফ্যাসিবাদ সরকারকে এদেশের জনগণ আর ক্ষমতায় আসতে দেবে না। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, ২ কোটি ভুঁয়া ভোটার কিভাবে বাদ দেবেন। যেন তেন নির্বাচন জনগণ মানবে না। শুধু নির্বাচনে পালা বদলের জন্য জনগণ জীবন দেয়নি। জামায়াত ক্ষমতায় এলে জনগণকে প্রজা বানাবে না বরং সেবক হিসেবে কাজ করবে। আর জামায়াত ক্ষমতায় এলে সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মুসলিম মহিলারা এবং সংখ্যালঘুরা সব চেয়ে উপকৃত হবে। শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন,সাতক্ষীরা ২ আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও: আব্দুল খালেক, সাতক্ষীরা ১ আসনের মনোনীত  প্রার্থী মাওলানা ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ৪ আসনের মনোনীত প্রার্থী  সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আমির অধ্যাপক  শহিদুল ইসলাম মুকুল,, খলিলুর রহমান মাদানী, মাওলানা নুরুল হক, মাও:আজিজুর রহমান, প্রভাষক ওমর ফারুক প্রমূখ।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ