আব্দুস সাত্তার সুমন নতুন দিনের গান ধরেছি আয়রে সবাই আয়, নতুন বছর আগমনে উঠবি যারা নায়। চলে যাবে গ্লানি যত অশুভ যায় দূরে, কল্যাণ আসুক আবার ঘুরে গান ধরেছি সুরে।
আব্দুস সাত্তার সুমন পুরাতন বছর শেষ হল নতুন বছর হতে, গত বছর কি করিলাম হিসাব-নিকাশ মতে। আয়ের থেকে ব্যয় যে বেশি কত মানুষ ক্ষুদ্ধ, হয়ে গেল দেশের মাঝে নানান রকম
আব্দুস সাত্তার সুমন বিজয় শুভেচ্ছা সবাইকে তিপ্পান্ন বছর পূর্তি, আনন্দ করে সবাই মিলে করছে যেন ফুর্তি। দেশের জন্য জীবন দিল ভাষার জন্য যারা, স্বাধীন দেশে, বিজয় উল্লাস স্মরণ করি মোরা।
আব্দুস সাত্তার সুমন নয়টি মাসের যুদ্ধ শেষে পূর্ববঙ্গ বিজয় পাই, লাল সবুজের পতাকাটা ডিসেম্বরে উড়াতে চাই। শত্রুদেরকে নির্মূল করে অর্জন করি এই বিজয়, ফোটায় ফোটায় রক্ত দিয়ে মাতৃভূমি করিনি ক্ষয়।