• আজ- মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
/ শাহজালাল সুজন
শাহজালাল সুজন সবুজ ঘেরা বনবাদাড়ে প্রকৃতি রয় ছেয়ে, হলুদ পাইর শাড়ির আঁচল সুদর্শিনী চেয়ে। পথের বাঁকে দৃষ্টি কাড়ে নববধূর সাজে, ঘোমটা দিয়ে বদন ঢেকে হাসি ঠোঁটের ভাজে। ক্ষণিক কৃষ্ণ শাড়ির বিস্তারিত
শাহ্জালাল সুজন শীতের প্রকোপ বেড়ে গিয়ে আসলো শেষে মাঘ, হাড় কাঁপুনি দিয়ে শরীর কাঁপে বনের বাঘ। কুহেলিকা চাদর গায়ে শীতটা করে ভর, বৃষ্টির মতো টিনের চালায় ভিজে মাটির ঘর। জোয়ান
শাহজালাল সুজন এখন দেখি তেলে চলে চামচামির তেল খেলা, সুযোগ বুঝে পাতি নেতা ভাসায় তেলের ভেলা, সোনার চেয়ে বেশি দামি তেলটা এই’তো দেশে, আস্তে করে তেলটা মেখে থাকো নেতা বেশে।
শাহজালাল সুজন রাতের তারায় চেয়ে দেখি আধপোড়া এক চাঁদ, দিনের আলোয় অমাবস্যা পাতছে যেন ফাঁদ। শিয়াল হাঁকে দিন-দুপুরে নাহি তাঁদের ভয়, মানুষ গুলো গর্তে ঢুকে করছে নীতির ক্ষয়। জরাজীর্ণ ব্যাধির
শাহজালাল সুজন ছোট্ট বেলায় খেলার সাথী করতাম মজা বেশ, আজও মনে রয়ে গেছে শৈশব স্মৃতির রেশ। পড়ার ছলে হরেক খেলা করতাম কত রোজ, স্মৃতির পাতায় ভেসে ওঠে মা রাখতো তাঁর
শাহজালাল সুজন ছোট্ট বেলায় খেলার সাথী করতাম মজা বেশ, আজও মনে রয়ে গেছে শৈশব স্মৃতির রেশ। পড়ার ছলে হরেক খেলা করতাম কত রোজ, স্মৃতির পাতায় ভেসে ওঠে মা রাখতো তাঁর
শাহজালাল সুজন নতুন বছর দিচ্ছে উঁকি কয়েকটি দিন বাকি, জীবন খাতায় চেয়ে দেখি মিছে সবই ফাঁকি। রং তামাশায় বছর শেষে দেখি হিসাব খুলে, ভব লীলায় মত্ত নেশায় দিনগুলো রয় ভুলে।
শাহজালাল সুজন রাতের গগন তারায় ভরা জ্যোৎস্না মাখা চাঁদ, চাঁদের আলোয় এই ধরাতে পাতছে যেন ফাঁদ। হাঁটছি আমি পথের বাঁকে পাশে সবুজ বন, মৃদু আলোর পরশ পেয়ে নেচে ওঠে মন।

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ১:১৯)
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩ রবিউল আউয়াল, ১৪৪৬
  • ২ আশ্বিন, ১৪৩১ (শরৎকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT