বিচিত্র কুমার তোর মায়াবী দুনয়নে নয়ন রেখে আমার কাটে রঙিন দিন, ইচ্ছে নদীয় আমি সাঁতার কাটি বুকের মধ্যে বাজে সুখের বীণ। বুকের মধ্যে বিজুলি চমকায় যখন তুই ফিরে ফিরে চাস,
বিচিত্র কুমার কাঠফাটা রৌদ্র জ্বলেপুড়ে চামড়া দিন রাত কাজ করে স্বপ্নচারীরা, মুষ্টিবদ্ধ শত হাতে কত তার জীবিকা গড়ে তোলে স্বপ্নের পৃথিবী অট্টালিকা। দুর্বোধ্য পথে থামা নেই মৃত্যুর ভয় নেই ওদের